ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে জোটে যেসব আসনে লড়বে এনসিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জামায়াতের কাছে ২৫টি সংসদীয় আসন দাবি করেছে দলটি।

সোমবার বিকেলে এনসিপির এক শীর্ষ নেতা দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে এবং এনসিপি ইতোমধ্যে তাদের প্রত্যাশিত আসনের তালিকা উপস্থাপন করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১, জাভেদ রাসিন ঢাকা-০৯, ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন ঢাকা-২০, দিলশানা পারুল ঢাকা-১৯, নাসিরুদ্দিন পাটোয়ারী ঢাকা-০৮, সার্জিস আলম পঞ্চগড়-০১, আব্দুল আহাদ দিনাজপুর-০৬, আখতার হোসেন রংপুর-০৪, আতিক মুজাহিদ কুড়িগ্রাম-০২ এবং সাইফ মুস্তাফিজ সিরাজগঞ্জ-০৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

এছাড়া- নেত্রকোনা থেকে ডা. জাহেদুল, ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জ থেকে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবান থেকে সুজাউদ্দৌলা, কুমিল্লা থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী থেকে হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া, বরিশাল থেকে আরিফ আদিব, ঝালকাটি থেকে ডা. মাহমুদা মিতু, লক্ষ্মীপুর থেকে মাহবুব আলম, নরসিংদী থেকে সরোয়ার তুষার, মৌলভীবাজার থেকে প্রীতম দাশ এবং চট্টগ্রাম থেকে জোবায়রুল আরিফ।

সংবাদটি শেয়ার করুন