শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে থাকা ভারতীয় প্রভাব অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠন মঞ্চ–২৪।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির প্রতিনিধি ফাহিম ফারুকী। তিনি শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের চলমান অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
ফাহিম ফারুকী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডে নমনীয় অবস্থান নিয়েছে, যা শহীদদের চেতনার পরিপন্থী। তিনি দাবি করেন, আধিপত্যবাদবিরোধী রাজনীতিতে সক্রিয় থাকার কারণেই শহীদ হাদি ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
তিনি আরও বলেন, সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আন্তরিকতা থাকলে জানুয়ারির মধ্যেই এ হত্যার বিচার সম্পন্ন করা সম্ভব। তার অভিযোগ, খুনি ফয়সালকে গ্রেপ্তার করা গেলে পুরো চক্র উন্মোচিত হবে, তবে সরকার এখনো তাকে ফেরত আনার বিষয়ে স্পষ্ট আশ্বাস দিতে পারেনি।
সংবাদ সম্মেলনে গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারীদের সক্রিয় থাকার অভিযোগও তোলা হয়। দাবি আদায় না হলে প্রবাসীদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় মঞ্চ–২৪ চার দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে রয়েছে ২৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন, গোয়েন্দা সংস্থার সংস্কার, গণমাধ্যমে দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা এবং ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন।
সংবাদ সম্মেলনের শেষে আজ বিকেল ২টায় শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।




