ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত আমির

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ ডিসেম্বর) তার পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন ।

এহসানুল মাহবুব জানান, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে দৃঢ় করতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা।

এর আগে এই একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগরের যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

সংবাদটি শেয়ার করুন