আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। কিছু মহল সময়সীমা বৃদ্ধির দাবি তুললেও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, এ মুহূর্তে সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
সোমবার দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নেই। যদি কোনো প্রধান রাজনৈতিক দল আবেদন করে, আমরা তা বিবেচনা করতাম। এখন পর্যন্ত কোনো মেজর রাজনৈতিক দল থেকে এমন আবেদন আসেনি।”
বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর আবেদন এসেছে কি না জানতে চাইলে তিনি জানান, “এমন কোনো তথ্য আমার কাছে নেই।”
নির্বাচন কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। মনোনয়নপত্র যাচাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।




