ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে চাঁদা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে হঠাৎ একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’—এমন স্লোগান দিতে থাকেন। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা রাখেনি।

কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, চাঁদাবাজি বন্ধের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের ওপর হামলা চালানো হয়। তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশের সদস্যরা কাছেই থাকা সত্ত্বেও কীভাবে এ হামলা সম্ভব হলো। হামলার পর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন বলে জানান তিনি।

এলাকার আরও কয়েকজন ব্যবসায়ীর দাবি, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের নেতৃত্বাধীন একটি বাহিনী এ হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করে তুলেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এজাহার দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সংবাদটি শেয়ার করুন