দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও শীতের দাপট কমছে না। বরং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার ঘনত্ব বাড়লে দেশের বিভিন্ন অঞ্চলে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, এই শীতল পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চালক ও যাত্রীদের বাড়তি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
বর্তমান সিনপটিক পরিস্থিতি
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই আবহাওয়াগত বিন্যাসের প্রভাবে দেশে বৃষ্টিহীন পরিবেশ বজায় থাকলেও কুয়াশার প্রবণতা বাড়ছে।
দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস
প্রথম দিন (২৯ ডিসেম্বর)
সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ।
সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে এবং পরদিন সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে।
দ্বিতীয় দিন (৩০ ডিসেম্বর)
সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
তৃতীয় দিন (৩১ ডিসেম্বর)
দেশজুড়ে বৃষ্টিহীন আবহাওয়া বজায় থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চতুর্থ দিন (১ জানুয়ারি)
নতুন বছরের প্রথম দিনেও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে সামান্য বৃদ্ধি পেতে পারে।
পঞ্চম দিন (২ জানুয়ারি)
আবহাওয়া শুষ্ক থাকবে এবং মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত ৫ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তা
ঘন কুয়াশার কারণে- বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন, সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




