ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো: ইউনুচ আলীর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ববি হাজ্জাজ বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে হবে, এবং নির্বাচন কমিশন (ইসি) তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তিনি বলেন, কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। ববি হাজ্জাজ আরও জানান, তারা জোটে ছিলেন, আছেন এবং বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই তাদের সহযোগিতা করছেন।
এদিকে, ঢাকা-১৩ আসন থেকে ববি হাজ্জাজ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা, যেমন: বাংলাদেশ জামায়েত ইসলামীর মো: মোবারক হোসাইন, এনসিপির মো: আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে নেক মোহাম্মদ, নাগরিক ঐক্যের মো: মাহবুবুর রহমান, বিএনপি (স্বতন্ত্র) কায়েস মাহমুদ, বিএনপি মো: কামরুজ্জামান জুয়েল, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সোহেল রানা এবং স্বতন্ত্র থেকে শেখ মো: রবিউল ইসলাম।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।




