সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে কৌশলী ও সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত দিয়ে কোনো চোরাকারবারি, অপরাধী বা সন্ত্রাসী যেন দেশের মধ্যে প্রবেশ বা পালাতে না পারে, সেই বিষয়েও আরও সতর্ক থাকতে হবে। সীমান্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের অপরাধী ও চোরাকারবারিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এছাড়া তিনি নির্বাচনের প্রসঙ্গেও বলেন, নির্বাচন উৎসবমুখর করা একটি বড় দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।




