দেশের স্বর্ণবাজারে আবারও ইতিহাস তৈরি হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য পৌঁছেছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে এই নতুন মূল্য নির্ধারণ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম আজ (সোমবার) থেকে দেশের বাজারে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা ধার্য করা হয়েছে।
সংগঠনটি আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।




