ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট আরও বেড়েছে। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। গত দিনের তুলনায় আজ তাপমাত্রা আরও কমে নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল ৯৪ শতাংশ। এর আগের দিন রোববার সকাল ৯টায় এ অঞ্চলে তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে এবং ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক ও মহাসড়ক। ফলে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। গ্রামীণ জনপদে আগুন জ্বালিয়ে ও গরম কাপড় পরে শীত নিবারণের চেষ্টা চলছে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার হারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। এ কারণে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানা গেছে।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে আসা হিমশীতল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় আবারও তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমে এসেছে। সোমবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। আগামী দিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন