ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেন লাইনচ্যুত হয়ে মেক্সিকোয় নি’হত ১৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোক নেমে এসেছে। রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন যাত্রী।

রোববার (২৮ ডিসেম্বর) ওয়াক্সাকার নিজান্দা শহরের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর নৌবাহিনীর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আহত ৯৮ জনের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা গুরুতর এবং চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করছেন।

প্রেসিডেন্ট আরও বলেন, রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন