ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশগ্রহণে বিরতি নিলেন এনসিপি যুগ্ম আহ্বায়ক নুসরাত

নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেনরোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নুসরাত লিখেছেন, এনসিপি তার প্রতিষ্ঠার সময় গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সম্প্রসারণ এবং বাংলাদেশপন্থা নিয়ে কাজ করার স্বপ্ন দেখিয়েছে। তিনি উল্লেখ করেন, এই মূল বক্তব্যগুলো তার রাজনৈতিক বিশ্বাস ও স্বপ্নের সঙ্গে সম্পূর্ণ মিলিত।

তবে, ২৮ ডিসেম্বর ঠিক ১০ মাস পর জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে, তিনি মনে করেন, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব ও নীতিনির্ধারকরা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন। বিশেষ করে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা এবং জোট ঘোষণার মাধ্যমে তৃণমূল ও মনোনয়নপ্রাপ্তদের সাথে অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এই কারণে নুসরাত তাবাসসুম প্রাথমিকভাবে নিজেকে নির্বাচনকালীন সময়ে এনসিপির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি পুনর্বিবেচনার পর যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, নুসরাত কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

সংবাদটি শেয়ার করুন