ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্মৃতির বিশ্বরেকর্ড: শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস ভারতের

আসন্ন নারী বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জানান দিচ্ছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে হারমানপ্রীত বাহিনী। তবে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের জয়কেও ছাপিয়ে গেছে ওপেনার স্মৃতি মান্ধানার এক অনন্য বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

স্মৃতি-শেফালির ব্যাটে রানের পাহাড়
তিরুবনন্তপুরমে চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের ওপর তান্ডব চালান ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা উদ্বোধনী জুটিতেই যোগ করেন ১৬২ রান। স্মৃতি ৮০ এবং শেফালি ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২২১ রান, যা শ্রীলঙ্কার জন্য এক বিশাল চ্যালেঞ্জ।

মিতালি-শার্লটদের ছাড়িয়ে অনন্য স্মৃতি
এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে ১০ হাজারি ক্লাবে পৌঁছাতে স্মৃতির দরকার ছিল মাত্র ২৭ রান। লঙ্কান স্পিনার নিমাশা মীপাগের বলে সিঙ্গেল নিয়ে চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে এই অভিজাত তালিকায় প্রবেশ করেন তিনি। তবে স্মৃতি সবাইকে অবাক করেছেন নিজের গতির কারণে। মিতালি রাজ, শার্লট এডওয়ার্ডস এবং সুজি বেটসের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে সবচেয়ে কম ইনিংসে ১০ হাজার রান করার গৌরব অর্জন করেছেন তিনি।

১০ হাজারি ক্লাবের সংক্ষিপ্ত পরিসংখ্যান
স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে মাত্র ২৮১টি ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছেন। এর আগে ভারতের হয়ে মিতালি রাজ এই রান করতে খেলেছিলেন ২৯১ ইনিংস। তালিকায় থাকা অন্য দুই কিংবদন্তি শার্লট এডওয়ার্ডস ও সুজি বেটস যথাক্রমে ৩০৮ ও ৩১৪ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন। স্মৃতির এই অতিমানবীয় পারফরম্যান্স বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন