ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুইটি আসনে লড়বেন তারেক রহমান, করলেন মনোয়নপত্রে সাক্ষর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৭ এবং বগুড়া-৬, এ দুই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন তিনি ।

রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে মনোনয়নপত্রে স্বাক্ষর সম্পন্ন করেন তারেক রহমান।

এর আগে সকালেই ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তার পক্ষে এই ফরম গ্রহণ করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া-৬ আসনের মনোনয়নপত্র জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে নেতাকর্মীরা সংগ্রহ করেন।

এই পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ধানের শীষ প্রতীককে সামনে রেখে ভোটারদের কাছে মনোনয়ন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেছেন।

সংবাদটি শেয়ার করুন