ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩ জানুয়ারি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, দেখুন আসন বিন্যাস

গুচ্ছ পদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এই বছরের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত। এতে এই ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩,৭০১টি আসনে শিক্ষার্থী ভর্তি হবেন।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভর্তি পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেখানো হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার দিন আগেই আসন নম্বর ও কক্ষে উপস্থিত থাকার জন্য নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

আসন বিন্যাস দেখুন

সংবাদটি শেয়ার করুন