ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মূল আকাঙ্খা থেকে এনসিপির বিচ্যুতি হয়েছে: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে কিছু নেতার সিদ্ধান্তে দলের মূল দর্শন থেকে সরে যাওয়ার অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে এ কারণে নিজের পদত্যাগের কোনো কারণ দেখছেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলনের পরপরই ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন এসব কথা বলেন। সেখানে তিনি জানান, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন থেকে তিনি জানতে পেরেছেন এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী এমন জোট হওয়ার কথা ছিল না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তিন দলের একটি রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতোমধ্যে এনসিপির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে এবং আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আসন সমঝোতার পথে এগোনোর কথা জানিয়েছে।

সামান্তা শারমিন বলেন, তৃতীয় শক্তি গঠনের লক্ষ্যকে দুর্বল করে এমন অবস্থান এনসিপির মূলধারার জন্য ক্ষতিকর। তিনি দাবি করেন, এতদিন এনসিপি যে রাজনৈতিক অবস্থান নিয়েছে, তিনি সেগুলো সমর্থন করেন এবং সেগুলোকেই দলের প্রকৃত বয়ান হিসেবে দেখেন।

তার ভাষ্য অনুযায়ী, “জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ মাত্র কয়েকটি আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা ৩০ মিনিটে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছেন।” তবে তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তি পর্যায়ের বিচ্যুতি থাকলেও দল হিসেবে এনসিপি এখনো সঠিক পথেই রয়েছে।

পদত্যাগের প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, দলের আনুষ্ঠানিক নীতিগত অবস্থানের সঙ্গে তিনি একমত বলেই সরে দাঁড়ানোর কোনো যৌক্তিকতা দেখছেন না; বরং এনসিপির ঘোষিত আদর্শেই তিনি অটল থাকবেন।

সংবাদটি শেয়ার করুন