আগামী ৩ জানুয়ারি নির্ধারিত কর্মসূচি থেকে সরে এলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা থাকায় পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
রোববার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, মহাসমাবেশের নতুন তারিখ ও পরবর্তী কর্মসূচি যথাসময়ে ঘোষণা করা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করা হয়েছে।




