ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নেতানিয়াহু

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার তিনি ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করবেন এবং পরদিন ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন।

এক ইসরাইলি কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এ বৈঠকটি হবে চলতি বছরে ট্রাম্প ও নেতানিয়াহুর পঞ্চম সাক্ষাৎ। এমন সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ট্রাম্প প্রশাসনসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সক্রিয় ভূমিকা রাখছে।

এর আগে ডিসেম্বরের মাঝামাঝি মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বড়দিনের ছুটির সময় নেতানিয়াহুর সঙ্গে ফ্লোরিডায় দেখা হতে পারে। তখন তিনি বলেছিলেন, নেতানিয়াহু তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী, যদিও আনুষ্ঠানিক সময়সূচি তখনো চূড়ান্ত হয়নি।

ইসরাইলি দৈনিক ইদিয়োথ আহরোনোত জানিয়েছে, আসন্ন বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক নানা ইস্যু গুরুত্ব পেতে পারে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ইরান প্রসঙ্গ, ইসরাইল-সিরিয়া নিরাপত্তা চুক্তির সম্ভাবনা, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি পরিস্থিতি এবং গাজা চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে এবং গাজা পরিস্থিতি কোন দিকে এগোবে, তা নিয়েও স্পষ্ট বার্তা আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন