সামাজিক মাধ্যমে হিরো আলম নামে পরিচিত আশরাফুল আলম সম্প্রতি জানিয়েছেন, তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে চলেছেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করবেন।
তিনি জানিয়েছেন, ‘‘আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি মনে করেছি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিবর্তে দলগতভাবে অংশ নেওয়াই যুক্তিসঙ্গত।’’
হিরো আলমের সঙ্গে সদ্য নিবন্ধিত ‘আমজনতার দল’-এর নেতা মো. তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, ‘‘তারেক ভাইয়ের সঙ্গে কয়েকবার আলাপ হয়েছে। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি, আমজনতার দলে যোগ দেব।’’
যদিও হিরো আলমের এই সিদ্ধান্তে দল এখনও চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল হুসাইন বলেন, ‘‘হিরো আলম আমাদের দলে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে আমরা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’




