ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিতে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে তিনি জানান, বিএনপিতে যোগদানের পরিকল্পনা নেই।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাসনিম। এর আগে শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানিয়েছিলেন, ঢাকা-৯ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সেই উদ্দেশ্যে তিনি নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন এবং এ কার্যক্রমে ভালো সাড়া পাচ্ছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংযুক্ত করতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার। এ সময়ের মধ্যে তাসনিমকে প্রার্থীতার জন্য ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে।

ঢাকা-৯ আসন খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩০০।

নিজের পোস্টে তাসনিম লিখেছেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল রাজনৈতিক দলের মাধ্যমে সংসদে গিয়েই এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তবিক কারণে আমি কোনো নির্দিষ্ট দলের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও উল্লেখ করেছেন, “একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ সুবিধা থাকে। কিন্তু আমি স্বতন্ত্র হিসেবে এগোচ্ছি, তাই একমাত্র ভরসা আপনাদের সমর্থন। যদি আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার ইচ্ছার প্রতি আপনাদের আস্থা থাকে, তবেই আমি সেবা করার সুযোগ পাব।”

সংবাদটি শেয়ার করুন