ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টার মায়ামির লাতিন আমেরিকা সফর: খেলবে বার্সেলোনাসহ তিন ক্লাবের বিপক্ষে

ইন্টার মায়ামির নতুন মৌসুমের লিগ শুরু হতে এখনও প্রায় দুই মাস বাকি। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এলএ এফসির বিপক্ষে। তার আগে দলটি নিজেদের প্রস্তুতি হিসেবে লাতিন আমেরিকা সফরে যাচ্ছে, যেখানে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

মায়ামির সফরের সূচনা হবে জানুয়ারির শেষ সপ্তাহে। ২৪ জানুয়ারি তারা মুখোমুখি হবে পেরুর সফল ক্লাব অ্যালিয়াঞ্জ লিমা–র। পেরুর শীর্ষ লিগে মোট ২৫টি শিরোপা এবং একটি আঞ্চলিক ট্রফি রয়েছে তাদের।

এরপর কলম্বিয়া–তে সফর চালাবে ইন্টার মায়ামি। ৩১ জানুয়ারি তারা খেলা করবে অ্যাথলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে। ন্যাসিওনাল কলম্বিয়ার অন্যতম সফল দল, যার সংগ্রহে ১৮টি শীর্ষ লিগ শিরোপা, ২টি কোপা লিবার্তাদোরস, ২টি মেরকনরর্তে, ২টি ইন্টারআমেরিকানা, ৭টি কলম্বিয়া, ৪টি সুপারলিগা ও ১টি সুদামেরিকানার শিরোপা।

ইন্টার মায়ামির তৃতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্সেলোনা এসসি–এর বিপক্ষে, যা স্প্যানিশ বার্সেলোনা নয়, বরং ইকুয়েডরের ক্লাব। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি ইস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে। ১৬টি লিগ শিরোপা নিয়ে বার্সেলোনা এসসি ইকুয়েডরের অন্যতম সফল ক্লাব।

লাতিন আমেরিকা সফরের পর ইন্টার মায়ামির মূল লিগের লড়াই শুরু হবে। ২২ ফেব্রুয়ারি তারা প্রথম ম্যাচে এলএ এফসির আতিথ্য নেবে এবং ২ মার্চ অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে।

 

সংবাদটি শেয়ার করুন