ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কলারশিপ দিচ্ছে চীনের বেইহাং ইউনিভার্সিটি, আবেদন যেভাবে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ খুলে দিয়েছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি) কর্মসূচির আওতায় তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ও চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার জন্য আবেদন করা যাবে। নির্বাচিত শিক্ষার্থীরা চীনের স্বনামধন্য বেইহাং ইউনিভার্সিটিতে এসব ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

চীনের শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেইহাং ইউনিভার্সিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বেইজিংয়ে অবস্থিত এবং পূর্বে এটি বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস নামে পরিচিত ছিল। আধুনিক গবেষণা অবকাঠামো ও আন্তর্জাতিক মানের শিক্ষার কারণে ‘ডাবল ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি’ উদ্যোগের অন্তর্ভুক্ত এই বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

অ্যারোনটিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোনটিকস, অটোমেশন সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এনার্জি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং, সাইবার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস অ্যান্ড সিস্টেমস সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ফরেন ল্যাঙ্গুয়েজেস এবং স্কুল অব ল।

সুযোগ-সুবিধা

মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫২,০২৫ টাকা);

পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬০,৬৯৬ টাকা);

রেজিস্ট্রেশন ফ্রি;

কোনো টিউশন ফি লাগবে না;

ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;

চিকিৎসা বিমা সুবিধা;

আবেদনের যোগ্যতা

চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

প্রয়োজনীয় নথি

চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;

দুটি সুপারিশপত্র;

পাসপোর্টের একটি অনুলিপি;

অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

ইংরেজি ভাষা দক্ষতার সনদ অথবা,

ইংরেজি মাধ্যমে অধ্যয়নের প্রমাণপত্র;

আবেদন পদ্ধতি

আবেদনের শেষ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ।

আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন….

সংবাদটি শেয়ার করুন