দেশে ‘চলমান হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা, আইনশৃঙ্খলার অবনতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্বেগের’ প্রেক্ষাপটে সরকারের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম। ফোরামের উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি জানায়, দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা, নাগরিক নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার তরুণ কলামিস্ট এই যৌথ বিবৃতি দিয়েছেন।
প্রধান প্রস্তাবগুলো হলো-
১. সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার।
২. সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত অপরাধ দমনে শূন্য-সহনশীলতা এবং অস্ত্র উদ্ধার জোরদার।
৩. আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতামুক্ত ও আস্থাভিত্তিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা।
৪. বহির্বিশ্বের সঙ্গে ন্যায্য, সমন্বিত ও স্বচ্ছ কূটনৈতিক সম্পর্ক জোরদার।
৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি রোধে কার্যকর পদক্ষেপ।
৬. সাইবার স্পেসে গুজব, উস্কানিমূলক বক্তব্য ও বিভাজনমূলক কনটেন্ট রোধ।
৭. মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক সংলাপের পরিবেশ রক্ষা।
এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।




