ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাতিল হলো ৭১ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, দেখুন তালিকা

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে ৭১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট গত ২৪ ডিসেম্বর জারি করা হয়। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সনদ বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া সনদধারীদের মধ্যে বেসামরিক ব্যক্তি ছাড়াও ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী এবং শহীদ পুলিশ বাহিনীর তালিকাভুক্ত ব্যক্তিরাও রয়েছেন।

জামুকা সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ে প্রমাণ মিলেছে—এদের কেউ কেউ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা না হয়েও সনদ গ্রহণ করেছিলেন। এ কারণে তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রটি আরও জানিয়েছে, মুক্তিযোদ্ধাদের সনদ যাচাই-বাছাই কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন…

সংবাদটি শেয়ার করুন