বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ বছর পর দেশে ফেরার পর, আজ রবিবার রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
রবিবার দুপুর দেড়টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে বের হয়ে তিনি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের পরপরই দলীয় নেতারা তাকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।
এদিকে জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
এর আগে একই দিনে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। একাধিক আসনে মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




