ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে চেম্বার আদালতে মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছেন।

তিনি চান, তার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হোক। এর আগে তার করা রিট আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যায়।

রোববার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ুম।

গত বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহমুদুর রহমান মান্নার রিট আবেদনটি খারিজ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তখন জানিয়েছেন, হাইকোর্টের আদেশের কারণে মান্না আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন খারিজ হওয়ার কারণে মান্না নির্বাচনী প্রক্রিয়ায় বাধার মুখে পড়েছেন। অন্যদিকে, মান্নার আইনজীবী জানিয়েছিলেন, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন।

সংবাদটি শেয়ার করুন