ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। ভোর ও সকালের দিকে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে। এসব কারণে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

সংবাদটি শেয়ার করুন