বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর এই প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করল দেশটির সামরিক শাসকগোষ্ঠী। আজ রোববার থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে মোট তিন ধাপে।
মিয়ানমারের জান্তাশাসিত নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২৮ ডিসেম্বর শুরু হওয়া ভোটগ্রহণ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম ধাপে আজ ভোট হচ্ছে রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং জান্তার নিয়ন্ত্রণাধীন কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিট। এ নির্বাচনে জাতীয় পার্লামেন্টের পাশাপাশি প্রাদেশিক আইনসভার ভোটও একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
তবে দেশের সব এলাকায় ভোট হচ্ছে না। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে থাকা অঞ্চল ও প্রদেশগুলোতে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে মিয়ানমারে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পায় গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
কিন্তু সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। অভ্যুত্থানের নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং।
ক্ষমতা দখলের পরপরই অং সান সু চিসহ এনএলডির শীর্ষ নেতারা, সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যসহ হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে সামরিক বাহিনী। তারা সবাই এখনো কারাগারে রয়েছেন। সু চির বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করেছে জান্তা সরকার। এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া ২০২৩ সালে জান্তাশাসিত নির্বাচন কমিশন এনএলডিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে।
ফলে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না এনএলডি। শুধু তাই নয়, ২০২০ সালের নির্বাচনে অংশ নেওয়া অধিকাংশ রাজনৈতিক দলই এবারের নির্বাচন বর্জন করেছে। বর্তমানে নির্বাচনমুখী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে রয়েছে সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। ভোট শেষে তারাই সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে।




