ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন যে আসনের প্রার্থী হলেন আমির খসরু

চট্টগ্রামের নির্বাচনী মঞ্চে বিএনপি একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করেছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী বদলে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জন্য। নতুনভাবে চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান।

এছাড়া, চট্টগ্রাম-৪ আসনেও নতুন প্রার্থী হিসেবে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনীত করেছে দলটি।

বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচনী কৌশল ও মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনা করে কয়েকটি আসনে প্রার্থী পুনর্বিন্যাস করা হয়েছে।

আগের ধাপগুলোতে, ৩ নভেম্বর বিএনপি প্রথম দফায় ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। পরে দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনের প্রার্থী নাম ঘোষণা করা হয়। সেই তালিকাতেও কিছু আসনে পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া, জোট সঙ্গীদের জন্য ১৪টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বিএনপি। দল সূত্রে বলা হয়েছে, শেষ পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন