দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় সাত বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত ভোর সাড়ে ৪টার দিকে।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকের আগে সাত মাস আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং সেখানে কাজের সন্ধান করছিলেন।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “সীমান্তবর্তী এলাকায় অপরাধ কমানোর লক্ষ্যে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”




