সিমরিন লুবাবা সামাজিক মাধ্যমে ধর্মীয় জীবনধারায় পরিবর্তন আনার ছবি ও তথ্য প্রকাশের মাধ্যমে নজর কেড়েছেন। নিকাব পরা ও ধর্মীয় পোশাক পরে পর্দা প্রথা মেনে চলার পাশাপাশি তিনি মিডিয়া ও অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে জানান, “লুবাবার নিজের উপলব্ধি হয়েছে যে এখন মিডিয়ায় কাজ করা যাবে না। মুখ দেখাবে না, তাই নিকাব পরা শুরু করেছে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন এসেছে। আগামী রমজানে লুবাবা ওমরাহ হজ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনা করছে।”
লুবাবা নিজেও বলেছিলেন, “এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে। আমি নিজেও শিখছি।” দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তিনি বোরকায় ঢাকা অবস্থায় হাজির হন। কথাবার্তা ও চলনেও ইসলামি রীতিনীতির ছাপ স্পষ্ট দেখা যায়। এর ফলে এক সময় কটাক্ষের শিকার হলেও বর্তমানে তার জীবনধারার পরিবর্তন প্রশংসিত হচ্ছে।
সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় তিনি অভিনয়ে এসেছিলেন। শিশুশিল্পী হিসেবে তিনি নাটক, বিজ্ঞাপন ও সিনেমাতেও কাজ করেছেন।




