সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১২তম আসরের তৃতীয় ম্যাচটি পরিণত হয় এক আবেগঘন অধ্যায়ে। সহকারী কোচ মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ দল হয়েও দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই জয় শুধু দুই পয়েন্ট নয়, ছিল প্রয়াত কোচের প্রতি এক নীরব শ্রদ্ধাঞ্জলি।
নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহীর সীমিত সংগ্রহ
টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই ঢাকার বোলারদের চাপে পড়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ১৩২ রান। টপ অর্ডারের ব্যর্থতার পর শেষ দিকে কয়েকটি ছোট ইনিংস রাজশাহীকে কোনোমতে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তবে পুরো ইনিংসজুড়েই ঢাকার বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত ও পরিকল্পিত।
লক্ষ্য তাড়ায় আত্মবিশ্বাসী ঢাকা ক্যাপিটালস
১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে ঢাকা ক্যাপিটালস। মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে খানিকটা চাপ তৈরি হলেও সেটি বড় বাধা হয়ে দাঁড়ায়নি। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে তাদের লাগে মাত্র ১৮.৫ ওভার। ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা।
প্রয়াত কোচের স্মৃতিতে উৎসর্গ করা জয়
ম্যাচ শেষে ঢাকার শিবিরে জয়োল্লাস থাকলেও তা ছিল সংযত ও আবেগমাখা। এই জয় উৎসর্গ করা হয় প্রয়াত সহকারী কোচ মাহবুব আলী জাকিরের স্মৃতির প্রতি। এই জয়ের মাধ্যমে বিপিএল ২০২৫ আসরে শুভ সূচনা করল ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলো রাজশাহী ওয়ারিয়র্সকে।




