ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকার কারও পক্ষে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনশনিবার সকালে ভোলায় ভোটের গাড়িক্যারাভান’-এর যাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিকথা বলেন

তিনি বলেন, ২০০৮ সালের পর দেশে প্রকৃত অর্থে কোনো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় তলানিতে চলে যাওয়া দেশকে টেনে তুলতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এবারের নির্বাচনে জনগণ যেন স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, এই সরকার কারও পক্ষে কাজ করছে না; জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই তাদের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন