ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি হাসপাতালে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেনআগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাঅসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি।

পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজির এক সূত্র জানান, অ্যাম্বুলেন্সেও তার শ্বাস-প্রশ্বাস সচল ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর পালস পাওয়া যায়নি।

বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস।

ম্যাচের আগে সিলেটে অনুশীলন চলাকালে খেলোয়াড়দের তদারকি করছিলেন সহকারী কোচ জাকি। মাত্র কয়েক দিন আগে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ভাবনা নিয়ে কথা বলেছিলেন এবং সাবলীলভাবে দলের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেছিলেন।

ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তা ও শিষ্যরা শোকপ্রকাশ করেছেন এবং মাহবুব আলী জাকির পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন