শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচের আগে চমকপ্রদ ঘটনা ঘটেছে। দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। তখন তিনি খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছিলেন।
মাঠে মুহূর্তেই তাকে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেওয়া হয়। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, জাকি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। যদিও তার বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, জাকি বর্তমানে তাদের তত্ত্বাবধানে আছেন এবং শারীরিক অবস্থার ওপর পর্যবেক্ষণ চলছে। প্রয়োজন হলে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর পরবর্তী আপডেট জানানো হবে।
উল্লেখযোগ্য, একই দিনে দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। টস জিতে ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুন আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টসের ঠিক পরপরই জাকির অসুস্থ হওয়ার খবর আসে।
ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে বলা হয়েছে, দলের সকল সদস্যই জাকির দ্রুত সুস্থতা কামনা করছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।




