ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অ’গ্নি’কাণ্ড

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজদ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেশনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে

ঘটনাটি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি জানান, আগুন লাগার পরপরই জাহাজে থাকা কর্মীরা দ্রুত প্রাথমিক ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্থিতিশীল করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের ইঞ্জিন কক্ষ কিংবা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহণ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।

এদিকে জাহাজটি সম্পূর্ণভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। পর্যটকদের নিরাপত্তা ও সেন্টমার্টিনগামী যাত্রা স্বাভাবিক থাকবে কিনাসে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন