সিলেটে বিপিএল ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রাজকীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বোলারদের বিধ্বংসী বোলিং আর ব্যাটারদের লড়াকু পারফরম্যান্সে নোয়াখালীকে ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে শুভ সূচনা করল বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় তারা।
চট্টগ্রামের চ্যালেঞ্জিং পুঁজি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করার সাহসী সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রানের একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় চট্টগ্রাম। দলের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটারদের সময়োপযোগী ব্যাটিং নোয়াখালীর বোলারদের ওপর শুরু থেকেই চাপ সৃষ্টি করে। ফলে লড়াকু এক পুঁজি পায় রয়্যালসরা।
নোয়াখালীর ব্যাটিং বিপর্যয় ও চট্টগ্রামের দাপট
১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই চরম বিপর্যয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের বোলারদের গতির তোপ আর নিয়ন্ত্রিত লাইন-লেন্থের সামনে নোয়াখালীর কোনো ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় নোয়াখালী। চট্টগ্রামের ধারালো বোলিং ও আক্রমণাত্মক ফিল্ডিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করে তারা।
শীর্ষে চট্টগ্রাম
এই দাপুটে জয়ের মাধ্যমে ২ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই ৬৫ রানের বিশাল হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো নোয়াখালী এক্সপ্রেসকে।




