ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশেদকে বহিরাগত আখ্যা দিয়ে ঝিনাইদহে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী নির্ধারণকে ঘিরে বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের নাম ঘোষণার পর তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে মাঠে নেমেছেন কালীগঞ্জ ও সদর আংশিক এলাকার বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে কাফনের কাপড় পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মেইন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা।

সমাবেশে বক্তারা রাশেদ খাঁনকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে বলেন, তিনি এই আসনের স্থায়ী বাসিন্দা নন। অভিযোগ করা হয়, সম্প্রতি তিনি ঝিনাইদহ-২ আসনেও গণসংযোগ করেছেন। স্থানীয়দের দাবি, অর্থ ও প্রভাব খাটিয়ে তাকে কালীগঞ্জবাসীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হলেও স্থানীয় তিন মনোনয়নপ্রত্যাশী নিয়মিত খোঁজখবর রেখেছেন। অথচ হঠাৎ করে একজন বহিরাগতকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে।

মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির তিনজন নেতা মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বিএনপির কাউকে না দিয়ে জোটের একজন বহিরাগতকে প্রার্থী করা হয়েছে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

আরেক মনোনয়নপ্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, কালীগঞ্জের রাজনীতির সঙ্গে তারা দীর্ঘদিন যুক্ত। তার স্বামী চারবারের সংসদ সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কালীগঞ্জ ধানের শীষের শক্ত ঘাঁটি। ষড়যন্ত্র করে এই আসন হাতছাড়া করার চেষ্টা চলছে, যা রুখে দিতে দ্রুত বিএনপির মধ্য থেকেই প্রার্থী ঘোষণা করতে হবে।

সমাবেশ থেকে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপির নিজস্ব প্রার্থী ঘোষণার দাবি জানানো হয় এবং দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন