আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতার গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। মাসুমা হাদি বলেন, ব্যক্তিগতভাবে এই মুহূর্তে তার বলার কিছু নেই; তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে তিনি নির্বাচনে প্রার্থী হতে প্রস্তুত আছেন।
এদিন ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে মানববন্ধনের আয়োজন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই শহীদ ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। গণতন্ত্র, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলেন।
বক্তারা আরও বলেন, ঘাতকরা তার কণ্ঠ রুদ্ধ করলেও তার আদর্শকে দমিয়ে রাখা যায়নি। শহীদ ওসমান হাদির সেই সংগ্রামকে এগিয়ে নিতে তারা তার বোন মাসুমা হাদিকে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান। তাদের মতে, মাসুমা হাদির মধ্যেই তারা হাদির প্রতিচ্ছবি খুঁজে পান এবং দেশবাসীর প্রত্যাশাও একই।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।




