ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ চলছে: দেখুন সরাসরি এখানে

সিলেটের নান্দনিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী রোমাঞ্চের রেশ কাটতে না কাটতেই আজ রাতে শুরু হয়েছে দ্বিতীয় মহারণ। এবারের লড়াই শক্তিশালী চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু  হওয়া ম্যাচটি নিয়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে টানটান উত্তেজনা। দুই শিবিরেই টি-টোয়েন্টি ফরম্যাটের একঝাঁক বিধ্বংসী ক্রিকেটার থাকায় মাঠের লড়াই যে জমজমাট হবে, তা নিশ্চিত।

তারকাদের ডুয়েলে কার পাল্লা ভারী?
আজকের এই ‘মেগা ফাইট’কে কেন্দ্র করে দুই দলের ডেরাতেই বসেছে তারার মেলা। চট্টগ্রাম ও নোয়াখালীর ব্যাটিং স্তম্ভ মজবুত করতে প্রস্তুত আভিশকা ফার্নান্দো, পল স্টার্লিং ও ক্যামেরন ডেলপোর্টের মতো বিধ্বংসী বিদেশি ক্রিকেটাররা।

অন্যদিকে, দেশীয় শক্তির বিচারেও কোনো দল পিছিয়ে নেই। চট্টগ্রামের বোলিং আক্রমণে ধার বাড়াতে প্রস্তুত শরিফুল ইসলাম, আর অলরাউন্ড নৈপুণ্যে চোখ থাকবে শেখ মেহেদী হাসানের ওপর। এছাড়া ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা। আবু হায়দার রনি, তানভীর ইসলাম ও অভিজ্ঞ শুভাগত হোমদের কার্যকারিতা আজকের ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

ম্যাচ অফিশিয়ালস
মাঠের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে আম্পায়ারিং প্যানেলেও রয়েছে অভিজ্ঞদের উপস্থিতি। আজকের ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব ও বাংলাদেশের মাসুদুর রহমান। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে থাকছেন মুহাম্মদ কামরুজ্জামান এবং ম্যাচ রেফারির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন আখতার আহমদ।

লাইভ দেখবেন যেভাবে
টিভি পর্দার দর্শকদের জন্য এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

 

সংবাদটি শেয়ার করুন