ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুলিস্তানের খদ্দর বাজারে লাগা আ’গুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের পাশে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গুদামে সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবরও নেই।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন