কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে আগামীকাল (২৭ ডিসেম্বর) শনিবার ৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর শেরপুর গ্রিড জোনে নতুন লাইন সংযোগ কাজ এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, পিডিবির নতুন লাইন সংযোগ ও ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে যেকোনো সময় এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হবে।




