ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে বিস্ফোরণে সিরিয়ায় নি’হত পাঁচ

সিরিয়ার হোমস শহরে আলাওয়ি সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মসজিদে শুক্রবার বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা নাজিব আল-নাসানকে উদ্ধৃত করে সানা জানায়, কমপক্ষে ২১ জন আহত হয়েছে। এটি প্রাথমিক হিসাব, তবে সংখ্যা আরও বাড়তে পারে।

হোমস সিটির প্রেস অফিস জানিয়েছে, ইমাম আলি বিন আবি তালিব মসজিদের ভেতরে একটি বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলেছে।

স্থানীয় কর্মকর্তা ইস্সাম নামেহ রয়টার্সকে জানান, বিস্ফোরণটি জুমার নামাজ চলাকালীন ঘটে, যা সাধারণত মসজিদগুলোর সবচেয়ে ব্যস্ত সময়।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানার প্রকাশিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী মসজিদের সবুজ কার্পেটজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ, যিনি আলাওয়ি সম্প্রদায়ের, গত বছর বিদ্রোহী হামলার পর ক্ষমতাচ্যুত হন এবং সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। তারপর থেকে সিরিয়ায় বেশ কয়েক দফা সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন