সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শুক্রবার (২৬ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে নূর খান বিমানঘাঁটিতে অনুষ্ঠিত অনুষ্ঠানিক স্বাগত সমাবেশে লাল গালিচা বিছিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়।
এটি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ইউএই প্রেসিডেন্ট হিসেবে প্রথম সরকারি সফর পাকিস্তানে। এর আগে চলতি বছরের শুরুতে তিনি ব্যক্তিগত সফরে পাকিস্তান এসেছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) জানিয়েছে, সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় হবে।
উভয় পক্ষের কাছে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতা মূল আলোচ্য বিষয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এই সফর পাকিস্তান ও ইউএইর দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফর আঞ্চলিক কূটনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইউএই সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছে এবং ইউক্রেন যুদ্ধের পর মধ্যস্থতামূলক ভূমিকায় জড়িত হয়েছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সমন্বয় ইসলামাবাদের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করতে পারে।
অর্থনৈতিক দিক থেকেও সফরটি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএইর সম্ভাব্য বিনিয়োগ, আর্থিক সহায়তা ও জ্বালানি খাতে সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে।
সফরের দিনে ইসলামাবাদে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সেক্রেটারিয়েট, সব ফেডারেল দপ্তর, সংসদের দুই কক্ষ এবং রাজধানীর আদালতসমূহ বন্ধ থাকবে। তবে ব্যাংক, জরুরি সেবা প্রদানকারী সংস্থা ও কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।




