ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটারদের সুবিধার জন্য ৪টি আসনের সীমানা পরিবর্তন

বাংলাদেশের নির্বাচন কমিশন চারটি সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে। এই চারটি আসন হলো পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪। সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনার পর নেওয়া হয়েছে।

গেজেট অনুযায়ী, পাবনা-১ (নির্বাচনি এলাকা: ৬৮) আসনে অন্তর্ভুক্ত হয়েছে সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার কিছু অংশ, যেগুলি হলো বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন।

অন্যদিকে, পাবনা-২ (নির্বাচনি এলাকা: ৬৯) আসনে রয়েছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার অবশিষ্ট অংশ, যা উপরোক্ত পৌরসভা ও ইউনিয়নগুলো বাদে বাকি অঞ্চলকে অন্তর্ভুক্ত করছে।

ফরিদপুর জেলার ক্ষেত্রে, ফরিদপুর-২ (নির্বাচনি এলাকা: ২১২) আসনে নগরকান্দা উপজেলা ও সালথা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফরিদপুর-৪ (নির্বাচনি এলাকা: ২১৪) আসনের সীমানায় ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন উপজেলা এবং সদরপুর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন বলেছে, সীমানা পুনঃনির্ধারণের এই পদক্ষেপ নির্বাচনী স্বচ্ছতা ও ভোটারদের সুবিধার জন্য নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন