ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইমনের ব্যাটিং তাণ্ডবে রাজশাহীকে বড় লক্ষ্য দিল সিলেট-দেখুন সরাসরি

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই ব্যাটিং তাণ্ডবের এক দুর্দান্ত প্রদর্শনী উপহার পেল দর্শকরা। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে পারভেজ হোসেন ইমনের ব্যাটে সেই সিদ্ধান্ত যে দ্রুতই ভুল প্রমাণিত হতে যাচ্ছে, তা শুরুতেই বুঝিয়ে দেন সিলেট টাইটান্সের ব্যাটাররা।

ইনিংসের শুরুতে পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব রাজশাহীর বোলারদের ওপর চড়াও হন। মাত্র ১৫ বল মোকাবিলা করে ৩টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করে তিনি ফিরে গেলেও সিলেট পেয়ে যায় ঝড়ো সূচনা। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট পড়ার পর হজরতউল্লাহ জাজাই (২০) ও রনি তালুকদার (৩৬) ইনিংসের গতি ধরে রাখেন। যদিও বড় ইনিংস গড়তে পারেননি কেউই।

রনি আউট হওয়ার পরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ক্রিজে নেমেই আগ্রাসী ব্যাটিংয়ে রাজশাহীর বোলারদের চাপে ফেলে দেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তাঁর সঙ্গে আফিফ হোসেন যোগ দিলে শুরু হয় প্রকৃত ধ্বংসযজ্ঞ। মাত্র ৪১ বলেই এই জুটি স্কোরবোর্ডে যোগ করে ৮৬ রান, যা কার্যত রাজশাহীকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

ইমন নিজের ফিফটি পূর্ণ করেন মাত্র ২৮ বলে ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অপর প্রান্তে আফিফও ছিলেন সমান তালে আক্রমণাত্মক। ১৯ বলে ৩৩ রান করে ইনিংসের এক বল বাকি থাকতে তিনি বিদায় নিলেও, ইমন ছিলেন অদম্য। শেষ পর্যন্ত ৩৩ বলে ৪টি চার ও ৫টি বিশাল ছক্কায় অপরাজিত ৬৫ রান করে মাঠ ছাড়েন তিনি।

সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান বিপিএলের উদ্বোধনী ম্যাচে যা রাজশাহীর জন্য দাঁড় করিয়েছে পাহাড়সম লক্ষ্য। রাজশাহীর বোলারদের মধ্যে নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিছানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব একটি করে উইকেট শিকার করলেও রানপ্রবাহ থামাতে ব্যর্থ হন।

এখন ম্যাচ জিততে হলে রাজশাহী ওয়ারিয়র্সকে ছুঁতে হবে ১৯১ রানের কঠিন লক্ষ্য যা বিপিএল উদ্বোধনী ম্যাচেই তৈরি করেছে হাই-ভোল্টেজ উত্তেজনা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন