দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর বাবা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন, যা বিএনপির রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে তারেক রহমান জিয়া উদ্যানে পৌঁছে কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
জিয়ার মাজার জিয়ারত উপলক্ষে সকাল থেকেই শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে তারা সেখানে জড়ো হন। আবেগঘন পরিবেশে অনেক নেতাকর্মীকে চোখের জল ফেলতেও দেখা যায়।
এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জিয়া উদ্যান ও আশপাশের সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, বসানো হয় তল্লাশি চৌকি। পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ২টা ৫৮ মিনিটে দেওয়া এক পোস্টে জানানো হয়, বাবার কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর দলের শীর্ষ নেতার এমন সরাসরি উপস্থিতি তাদের নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের মতে, এটি কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং বিএনপির রাজনৈতিক ইতিহাসে একটি প্রতীকী ও আবেগঘন অধ্যায়।




