আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা মোনাশ বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলারশিপ-২০২৬ এর আওতায় এই সুযোগ পাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে নামকরণ করা হয়েছে। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো বিশ্বের বিভিন্ন দেশেও সরবরাহ করা হয়।
সুযোগ-সুবিধা
আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান;
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;
বই ও কোর্স উপকরণের খরচ বহন;
স্বাস্থ্যসেবা/স্বাস্থ্যবিমা ভাতা;
অন্যান্য প্রয়োজনীয় আবাসন ও জীবনযাত্রার খরচ।
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
অ্যাকাডেমিকভাবে ভালো ফলাফল থাকতে হবে ও গবেষণা পরিচালনার যোগ্যতা থাকতে হবে;
মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা বা পিএইচডি স্নাতকোত্তরের অফার লেটার থাকতে হবে;
গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;
ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে;
মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;
অ্যাকাডেমিক পেপারস;
মোটিভেশন লেটার;
রিসার্চ প্রপোজাল;
রেফারেন্স লেটার;
আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);
আইইএলটিএস, অ্যাকাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর;
আবেদন পদ্ধতি
আবেদনের শেষ: আগামী ৩১ মার্চ ২০২৬।
আগ্রহীরা বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আবেদন করতে এখানে ক্লিক করুন।




