বিশ্বজুড়ে প্রযুক্তি দুনিয়ার আলোচিত ব্যক্তিত্ব বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটসের ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। ২৩ বছর বয়সী এই তরুণী সম্প্রতি নিজের প্রেমের খবর প্রকাশ করে সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছেন।
গত ১৫ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি, যেখানে তার পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে কোনো শব্দ না লিখে তিনি শুধু একটি লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। ছোট্ট এই ইঙ্গিতই ভক্তদের বুঝিয়ে দেয়—ফোবির জীবনে নতুন করে প্রেম এসেছে।
দীর্ঘদিন মিডিয়ার চোখ এড়িয়ে চলা এই সম্পর্ক আসলে একেবারেই নতুন নয়। ফোবি ও চ্যাজ একসময় একই হাই স্কুলে পড়াশোনা করেছেন। তখন বন্ধুত্বের পাশাপাশি অল্প সময়ের জন্য তাদের মধ্যে সম্পর্কও ছিল। সময়ের ব্যবধানে সেই সম্পর্ক থেমে গেলেও বহু বছর পর আবারও তাদের পথ মিলেছে, যা এবার রূপ নিয়েছে গভীর প্রেমে।
এর আগে ফোবি গেটসের প্রেমের সম্পর্ক ছিল আর্থার ডোনাল্ডের সঙ্গে। তিনি কিংবদন্তি সংগীতশিল্পী পল ম্যাককার্টনির নাতি। ২০২৩ সালে শুরু হওয়া সেই সম্পর্ক ২০২৫ সালের শেষ দিকে এসে ভেঙে যায়।
কয়েক মাস একা থাকার পর ফোবি আবার ফিরে যান তার পুরোনো বন্ধু চ্যাজ ফ্লিনের কাছে। ইনস্টাগ্রামে ছবি প্রকাশের পরপরই ভক্তদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় ভরে ওঠে কমেন্ট বক্স।
একজন ভক্ত লিখেছেন, “প্রথম ভালোবাসা কখনো হারায় না—এটা তার প্রমাণ।” আরেকজন মন্তব্য করেন, “এই মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম।” অনেকেই ফোবি ও চ্যাজের নতুন শুরুতে শুভকামনা জানিয়েছেন।
সব মিলিয়ে ফোবি গেটসের নতুন সম্পর্কের খবর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আর ভক্তদের ভালোবাসা ও আগ্রহে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রে চলে এসেছে।




