ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
অবরোধের আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে সমাবেশে রুপ নেয়।
বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা ‘ বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই,’ ‘ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘ হাদির রক্ত বৃথা যেতে দেব না ’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।




